চিত্র-১
যৌতুকের ধারণা:
বিয়ে
উপলক্ষে বরপক্ষ কনে পক্ষের কাছ থেকে বিয়ের আগে, বিয়ের সময় কিংবা বিয়ের পরে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে
শর্ত আরোপ বা বিবাহের বিনিময়
যে সমস্ত অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদ
বা অন্য যা কিছু চাওয়া/আদায় করে তাকেই যৌতুক বলে।
যৌতুকের কুফল
ও
ক্ষতিকর
দিকসমুহ:
·
নারী
নির্যাতন বৃদ্ধি পায়
·
বহুবিবাহ
ও তালাক বৃদ্ধি পায়
·
কনে
পক্ষের অর্থসম্পদ নষ্ট হয়
·
নির্যাতনের
ফলে হত্যা, আতœহত্যা ও
অপমৃত্যু বৃদ্ধি পায়
·
অর্থের
অপচয় হয়
·
পারিবারিক
সুখ শাস্তি বিনষ্ট হয়
·
লোভ
বাড়ে
·
একটি
পরিবার ধ্বংসের দিকে চলে যায়
·
স্ত্রীর
মর্যাদা কমে যায়।
যৌতুক
বন্ধ করার উপায়:
·
মেয়েদের
লেখাপড়া শেখানোর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে
·
মেয়েদের
আয় বৃদ্ধিমুলক কাজ করতে হবে
·
যৌতুক
না নেয়ার জন্য ছেলে পক্ষকে আগ্রহী করে তুলতে হবে
·
যৌতুকের
আইনগত দিক ও শাস্তির কথা
সবাইকে জানাতে হবে
·
ধর্মীয়
দৃষ্টিকোনো থেকে যৌতুক হারাম তা প্রচার করতে
হবে
·
পরিচিত
পরিবারের ছেলে মেয়েদের মধ্যে যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করতে হবে
·
সংগঠনের
সদস্যদের ছেলেমেয়েদের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে।
যৌতুকের আইনগত
দিকসমুহ:
যৌতুক
নেয়া-দেয়া শাস্তিযোগ্য অপরাধ। যে নিবে বা
যারা দিবে তাদের সবারই সাজা হবে এবং এই অপরাধ জামিন
অযোগ্য ও আপোষ অযোগ্য
অপরাধ।
যৌতুকের শাস্তি:
যৌতুক
নেয়ার জন্য শাস্তি হবে ১ থেকে ৫
বছরের জেল অথবা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। যে ব্যক্তি যৌতুক
নেয়ার ব্যপারে সহায়তা করবে তারও একই রকম শাস্তি হবে। এছাড়া যৌতুক গ্রহণ এর জন্য যদি
কেউ উদ্বুদ্ধ করে বা প্ররোচিত করে
সেই ব্যক্তি অপরাধী হবে এবং তারও শাস্তি হবে।
যৌতুকের জন্য
নির্যাতন
বা
মৃত্যু
ঘটলে
তার
শাস্তি:
যদি
কোনো নারীর স্বামী বা স্বামীর কোনো
আতœীয়-স্বজন যৌতুকের
কারণে-
ক.
মৃত্যু ঘটান তাহলে তার শাস্তি হবে মৃত্যুদন্ড এবং আর্থিক জরিমানা
খ.
মৃত্যু ঘটানোর চেষ্টা করেন তাহলে শাস্তি হবে
যাবজ্জীবন জেল এবং জরিমানা
গ.
আহত করেন তা হলে শাস্তি
হবে যাবজ্জীবন জেল এবং জরিমানা
ঘ.
আহত করার চেষ্টা করেন তাহলে শাস্তি হবে
সর্বোচ্চ চৌদ্দ বৎসর কিন্তু সর্বন্মি ৫ বছরের জেল
এবং জরিমানা এবং
ঙ.
সাধারণ জখম করার জন্য অনধিক ৩ বৎসর কিন্তু
কমপক্ষে ১ বৎসর সশ্রম
কারাদন্ডে দন্ডনীয় হবে এবং উভয় ক্ষেত্রেই উক্ত দন্ডের অতিরিক্ত অর্থ দন্ডেও দন্ডনীয় হবে। এ সংক্রান্ত বিচার
হবে- নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনালে।
চিত্র-২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন