করোনাকালীন এ সময়ে আমাদের সন্তানেরা ঘরবন্দি জীবনে নানা
ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে। যার মধ্যে মানসিক সমস্যা অন্যতম। যা আমাদের সন্তানের
মানসিক বিকাশকে বাধাগ্রস্থা করছে। তাই আমাদের সন্তানের সঠিক মানসিক বিকাশে নিম্নের
বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন।
২. ভয়/ আঘাত : কখনই ভয় বা আঘাত দিয়ে সন্তানকে শেখানোর চেষ্টা করবেন না ।
৩. আলোচনা : আপনার সন্তানকে আলাপ আলোচনায় উৎসাহিত করুন।
৪. শরীরচর্চা : আপনার সন্তানকে খেলাধূলা এবং শরীরচর্চায় উৎসাহিত করুন।
৫. পরিবেশ : আপনা সন্তানকে বেড়েওঠার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করুন।
৬. সীমানা : সন্তানের বিধী-নিষেধের সীমানা নির্ধারণ করে দিন।
৭. ভালোবাসা : আপনার সন্তানকে তার প্রতি আপনার ভালোবাসা বুঝতে দিন।
৬. বুদ্ধিমত্তা : বদ্ধিমত্তার নানা ধরণের ব্যবহারে উৎসাহিত করুন।
৭. উপসর্গ ও লক্ষণ : বিভিন্ন ধরণের উপসর্গ ও লক্ষণের ব্যাপারে সচেতন থাকুন।
৮. অনুভূতি : আপনার সন্তানের আবেগ অনুভূতির প্রতি গুরুত্ব দিন।
৯. আচার- আচরণ : আপনার সন্তানের আচার- আচরণের পরিবর্তন গুলো লক্ষ্য করুন।
১০. সময়: সন্তানের পাশে থাকার জন্য পর্যাপ্ত সময় দিন।
১১. সহায়তা: সন্তানের মানসিক বিকাশের প্রয়োজনে বিশেষঞ্জের পরামর্শ নিতে সংকোচবোধ করবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন