Development Worker

test

All Posts

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৮ মে, ২০২১

সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হলে করণীয়


বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া একটি অপরিহার্য অংশহিসেবে পরিণত হয়েছে । সোশ্যাল মিডিয়া আমাদের পারস্পারিক যোগাযোগ যেমন বৃ্দ্ধি করছে তেমনি ব্যবসা- বাণিজ্য বৃদ্ধির একটি প্লাটফর্ম হিসেবেও ব্যবহৃত হচ্ছে । দূরে থাকা প্রিয়জনের দূরত্ব কমিয়ে আনতে সোশ্যাল মিডিয়ার রয়েছে এক অনন্য ভূমিকা। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে হ্যাকিং এর সম্মুখীন হই । আসুন জেনে নেই ফেসবুক হ্যাকিং এর শিকার হলে কিভাবে আপনার একাউন্টটি ফেরত পেতে পারেন বা কিভাবে আইনী সহায়তা পেতে পারেন ।

 

§  প্রথমেই http//www.facebook.com/hacked লিংকে প্রবেশ করুন।

§  এরপর My Account is Compromised এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের ( ই-মেইল অথবা ফোন নাম্বার) যে কোন একটির ইনফরমেশন দিন।

§  প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটি দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড দিয়ে “Continue” করুন ।

§  হ্যাকার যদি ই-মেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ই-মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব ।

§  হ্যাকার যদি ই-মেইল এড্রেস, ফোন নাম্বার সহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকেতাহলে Need another way to authenticate?> Submit a request to Facebook  এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবারহের ফর্ম পুরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব ।

§  সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর শিকার হলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্ন বর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

 

 

হটলাইন: 01730-336431

 

ই-মেইল : smmcpc2018@gmail.com

 

ফেসবুক পেইজ: http//www.facebook.com/cpccibdpolice/

 

এছাড়াও সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাকিং এর মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ্য থানা পুলিশকে  অবহিত করুন।

Post Top Ad

Your Ad Spot

Pages