বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া একটি
অপরিহার্য অংশহিসেবে পরিণত হয়েছে । সোশ্যাল মিডিয়া আমাদের পারস্পারিক যোগাযোগ যেমন
বৃ্দ্ধি করছে তেমনি ব্যবসা- বাণিজ্য বৃদ্ধির একটি প্লাটফর্ম হিসেবেও ব্যবহৃত হচ্ছে
। দূরে থাকা প্রিয়জনের দূরত্ব কমিয়ে আনতে সোশ্যাল মিডিয়ার রয়েছে এক অনন্য ভূমিকা। কিন্তু
অনেক ক্ষেত্রেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে হ্যাকিং এর সম্মুখীন হই । আসুন
জেনে নেই ফেসবুক হ্যাকিং এর শিকার হলে কিভাবে আপনার একাউন্টটি ফেরত পেতে পারেন বা কিভাবে
আইনী সহায়তা পেতে পারেন ।
§ প্রথমেই
http//www.facebook.com/hacked লিংকে প্রবেশ করুন।
§ এরপর
My Account is Compromised এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে
উল্লেখ করা দুটি অপশনের ( ই-মেইল অথবা ফোন নাম্বার) যে কোন একটির ইনফরমেশন দিন।
§ প্রদত্ত
তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটি দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে;
এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড দিয়ে “Continue” করুন ।
§ হ্যাকার
যদি ই-মেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ই-মেইলে রিকভারি অপশন পাঠানো হবে।
এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব ।
§ হ্যাকার
যদি ই-মেইল এড্রেস, ফোন নাম্বার সহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকেতাহলে Need another way to authenticate?> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয়
তথ্য ও আইডি সরবারহের ফর্ম পুরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব
।
§ সোশ্যাল
মিডিয়া হ্যাকিং এর শিকার হলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে
অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্ন বর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
হটলাইন: 01730-336431
ই-মেইল : smmcpc2018@gmail.com
ফেসবুক পেইজ: http//www.facebook.com/cpccibdpolice/
এছাড়াও
সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাকিং এর মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না
করে নিকটস্থ্য থানা পুলিশকে অবহিত করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন