Development Worker

test

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৯ মে, ২০২১

এসিড নিক্ষেপের প্রভাব , প্রতিকার ও করণীয়

 


চিত্র-১


এসিড নিক্ষেপের ধারণা:

ক্ষতি করার উদ্দেশ্যে অন্যের শরীরে এসিড ছুড়ে মারাকে এসিড নিক্ষেপ বুঝায়।

 

এসিড:

এসিড একটি তরল রাসায়নিক দাহ্য পদার্থ যা শরীরে লাগলে পুড়ে যায় এবং জ্বলতে শুরু করে। এমনকি চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌছে ক্ষতি করে।

 

এসিড নিক্ষেপের কারণ:

.    পারিবারিক কলহ

.   জমিজমা দখল

.   বিবাহ প্রস্তাব প্রত্যাখান

.   কু প্রস্তাবে রাজি না হওয়া

.   যৌতুকের দাবি পূরণ না হলে

.   সন্ত্রাস চাঁদাবাজ

.   তালাক বিচ্ছেদ হওয়ার পর

.   প্রেম নিবেদন করে ব্যর্থ হলে ইত্যাদি

.   রাজনৈতিক প্রতিহিংসা।

 

এসিড নিক্ষেপে আক্রান্ত ব্যক্তির ক্ষতিকর প্রভাব:

.    চামড়া মারাত্বকভাবে পুড়ে যেতে পারে

.   চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে

.   সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে

.   অঙ্গহানি হতে পারে

.   পরের অনুগ্রহে বেঁচে থাকতে হয়

.   চেহারা বিকৃত হয়ে যায়

.   মেয়েদের বিয়ে দিতে সমস্যা হয়

.   আত্মহত্যা বেড়ে যায়

.   মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে।

 

এসিড নিক্ষেপে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক করণীয়:

.    আক্রান্ত স্থানে পর্যাপ্ত ঠান্ডা পানি ঢালা (কমপক্ষে আধ ঘন্টা)

.   চোখ বন্ধ রাখা (কাপড় দিয়ে বেঁধে দেওয়া)

.   পুড়ে যাওয়া স্থান পরিস্কার নরম ভেজা কাপড় দিয়ে ঢেকে দেওয়া

.   আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা

.   তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা

.   সমস্ত আলামত প্রমাণ সংরক্ষণ করা

.   স্থানীয়ভাবে বিচার সালিশ না করা

.   স্থানীয় ব্র্যাক অফিসের সাথে যোগাযোগ করা।

 

এসিড নিক্ষেপ এসিড নিক্ষেপ:

.    এসিড নিক্ষেপের খারাপ দিক সম্পর্কে সকলকে জানানো

.   এসিড নিক্ষেপকারীকে থানায় সোপর্দ করা

.   এসিডে আক্রান্ত ব্যক্তিকে যথাশীঘ্রই চিকিৎসা প্রদান, আইনগত পরামর্শ সহযোগিতা করা

.   এসিড নিক্ষেপকারীর যাতে শাস্তি হয় সে ব্যাপারে সহযোগিতা করা

.   এসিড নিক্ষেপের শাস্তি সম্পর্কে জানানো

.   গণসাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা

.   আক্রান্ত ব্যক্তির পুনর্বাসনের ব্যবস্থা করা

.   অবৈধ এসিড বিক্রেতা সম্পর্কে থানায় জানানো

.   এসিড বিক্রেতার লাইসেন্স আছে কিনা তা যাচাই করা।

 

এসিড নিক্ষেপের আইনগত দিক :

এসিড নিক্ষেপকারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সেই সাথে অর্থদন্ড। কোনো কোনো ক্ষেত্রে মুত্যুদন্ডও হতে পারে।












                                                                                 চিত্র-২

Post Top Ad

Your Ad Spot

Pages