চিত্র-১
মানব পাচারের
ধারণা:
অতি
সম্প্রতি মানব পাচার আমাদের দেশে একটি জটিল সমস্যা হয়ে দেখা দিয়েছে। কখনও শিশু কখনও নারী আবার কখনও চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন বয়সের পুরুষদেরকেও বিভিন্ন
ভাবে দেশের ভিতরে এবং বাহিরে পাচার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো মানব পাচার বলতে আমরা কি বুঝি?
“মানব পাচার” অর্থ
কোনো
ব্যক্তিকে⎯
(ক)
ভয়ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ করিয়া;
(খ)
প্রতারণা করিয়া বা উক্ত ব্যক্তির
আর্থ-সামাজিক বা পরিবেশগত বা
অন্য কোনো অসহায়ত্বকে (vulnerability) কাজে লাগাইয়া;
(গ)
অর্থ বা অন্য কোনো
সুবিধা (kind) লেনদেন-পূর্বক উক্ত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ রহিয়াছে এমন ব্যক্তির সম্মতি গ্রহণ করিয়া;
বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে যৌন
শোষণ বা নিপীড়ন বা
শ্রম শোষণ বা অন্য কোনো
শোষণ বা নিপীড়নের (exploitation)
উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয়, সংগ্রহ বা গ্রহণ, নির্বাসন বা স্থানান্তর, চালান বা আটক করা বা লুকাইয়া রাখা বা আশ্রয় দেওয়াই
(harbour) হলো মানব পাচার।
মানব পাচারের
শিকার
:
১. দরিদ্র
নারী ও শিশু;
২. কিশোর-কিশোরী, অবিবাহিতা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা মহিলা;
৩. নিরক্ষর
ও অল্প বয়সী নারী ও শিশু;
৪. বাড়ি
থেকে পালানো কিশোর-কিশোরী;
৫. চাকুরির
উদ্দেশ্যে গ্রাম থেকে আসা নারী ও শিশু;
৬. বেকার
যুবক-যুবতী/পুরুষ ও মহিলা।
মানব পাচার
হওয়ার
কারণসমূহ
:
১. দারিদ্রতা,
অল্প আয় ও বেকারত্ব;
২. অসচেতনতা;
৩. বাল্যবিবাহ,
বহুবিবাহ, গোপন বিবাহ;
৪. জোরপূর্বক
বিবাহ;
৫. যৌতুক;
৬. তালাক;
৭. প্রেম
ও বিবাহিত জীবনে ব্যর্থতা;
৮. চাকুরির
প্রলোভন;
৯. সহজে
সীমান্ত পার।
মানব পাচারের
কৌশল
:
১. অপহরণ;
২. ভাল
খাদ্যের প্রলোভন;
৩. ভয়
ভীতি প্রদর্শন;
৪. ধনী
হওয়ার স্বপ্ন দেখানো;
৫. ভাল
চাকুরির প্রলোভন দেখানো;
৬. ধর্মীয়
ও দর্শনীয় স্থান প্রদর্শনের প্রলোভন;
৭. দেশে
ও বিদেশে ভালো বিয়ের প্রলোভন;
৮. প্রেম
ও মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলা;
৯. ভাসমানদের
পুনর্বাসনের প্রলোভন;
১০. বৈধ
ও অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রতারণা।
পাচারকৃতদের কাজের
ধরণ
:
১. পতিতাবৃত্তিতে
বাধ্য করা;
২. ধনীদের
রক্ষিতা হিসাবে ব্যবহার;
৩. দাসী
হিসাবে ব্যবহার;
৪. বিনোদনের
কাজে ব্যবহার;
৫. অশ্লীল
ছবিতে ব্যবহার;
৬. উটের
জকি হিসাবে ব্যবহার;
৭. অঙ্গ
প্রত্যঙ্গ বিক্রয়;
৮. কলকারখানার
ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার (ব্যাটারী তৈরী, ওয়েলডিং, লেদ মেশিন, সাবান, তূলা ফ্যাক্টরী এই জাতীয় ফ্যাক্টরীতে);
৯. মাদকদ্রব্য
চোরাচালান কাজে ব্যবহার;
১০. জোরপূর্বক
ভিক্ষাবৃত্তিতে নিয়োগ।
চিত্র-২
মানব পাচার
অপরাধ
দমন
ট্রাইব্যুনাল
গঠন
:
(১) এই
আইনের অধীন অপরাধসমূহের দ্রুত বিচারের উদ্দেশ্যে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দায়রা জজ বা অতিরিক্ত
দায়রা জজ পদমর্যাদার বিচারকের
সমন্বয়ে যেকোনো জেলায় মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে।
(২) মানব
পাচার দমন ট্রাইব্যুনাল
গঠিত না হওয়া পর্যন্ত,
সরকার প্রত্যেক জেলার নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনালকে উক্ত জেলার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসাবে নিয়োগ (assign) বা ক্ষমতায়িত করিতে
পারিবে।
মানব পাচার
ও
তদ্সংশ্লিষ্ট
অপরাধসমূহ
এবং
দন্ড
:
মানব পাচার
নিষিদ্ধকরণ
ও
দন্ড
:
·
মানব পাচার
অপরাধ
সংঘটনকারী
ব্যক্তির
:
অনধিক
যাবজ্জীবন কারাদন্ড এবং অন্যূন ৫(পাঁচ) বৎসর
সশ্রম কারাদন্ড এবং অন্যূন ৫০(পঞ্চাশ) হাজার
টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
সংঘবদ্ধ মানব
পাচার
অপরাধের
দন্ড
:
মৃত্যুদন্ডে বা
যাবজ্জীবন কারাদন্ডে এবং অন্যান্য ৭(সাত) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ৫(পাঁচ) লক্ষ
টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
অপরাধ সংঘটনে
প্ররোচনা,
ষড়যন্ত্র
বা
প্রচেষ্টা
চালানোর
দন্ড
:
(১)অনধিক ৭ (সাত) বৎসর
এবং অন্যূন ৩ (তিন) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
(২) কোনো
ব্যক্তি এই আইনের আওতাধীন
কোনো অপরাধ সংঘটনে সহযোগী (abettor)
হইলে উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট অপরাধের জন্য ধার্যকৃত দন্ডের সমপরিমাণ দন্ডে দন্ডিত হইবেন।
·
জবরদস্তি বা
দাসত্বমূলক
শ্রম
বা
সেবা
প্রদান
করিতে
বাধ্য
করিবার
দন্ড:
অনধিক
১২ (বার) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
মানব পাচার
অপরাধ
সংঘটনের
উদ্দেশ্যে
অপহরণ,
চুরি
এবং
আটক
করিবার
দন্ড
:
(১)অনধিক ১০ (দশ) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
(২)
মানব পাচারের অপরাধ সংঘটনের অভিপ্রায়ে কোনো ব্যক্তি কোনো নবজাত শিশুকে কোনো হাসপাতাল, সেবা-সদন, মাতৃ-সদন, শিশু-সদন, বা উক্ত নবজাত
শিশুর পিতা-মাতার হেফাজত হইতে চুরি করিলে :
অনধিক
যাবজ্জীবন কারাদন্ডে এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
পতিতা বৃত্তি
বা
অন্য
কোনো
প্রকারের
যৌন
শোষণ
বা
নিপীড়নের
জন্য
আমদানী
বা
স্থানান্তরের
দন্ড
:
অনধিক
৭ (সাত) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডেদন্ডিত হইবেন।
·
পতিতালয় পরিচালনা
বা
কোনো
স্থানকে
পতিতালয়
হিসাবে
ব্যবহারের
অনুমতি
প্রদানের
দন্ড
:
অনধিক
৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং ইহার অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
পতিতালয়ের জন্য
কোনো
বাড়ি
ভাড়া
অথবা
ইজারা
দিলে,
বাড়ির
মালিক,
ইজারা-দাতা
(lessor) অথবা
জমির
মালিকের
:
অনধিক
৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর
সশ্রম কারাদÐে এবং অন্যূন
২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
পতিতা বৃত্তির
উদ্দেশ্যে
আহবান
জানাইবার
দন্ড
:
অনধিক
৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ডে অথবা অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
·
ভিকটিম
বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দন্ড :
অনধিক
৭ (সাত) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
·
মিথ্যা মামলা
বা
মিথ্যা
অভিযোগ
দায়েরের
দন্ড
:
(১)অনধিক ৫ (পাঁচ) বৎসর
এবং অন্যূন ২ (দুই) বৎসর
সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
(২)
এই আইনের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোনো লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা তাহার স্বীয় ক্ষমতায় উপ-ধারা (১)
এ বর্ণিত অপরাধ আমলে লইয়া তাহার বিচার শুরু করিতে পারিবে এবং প্রয়োজনে, কারণ লিপিবদ্ধ করিয়া, মূল মামলার বিচার স্থগিত করিতে পারিবে।
·
অপরাধের আমলযোগ্যতা,
আপোষযোগ্যতা
ও
জামিনযোগ্যতা:
এই
আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য (cognizable),
অ-জামিনযোগ্য (non-bailable)
এবং অ-আপোসযোগ্য
মানব পাচার
বন্ধে
করণীয়:
·
যে
কোনো স্থানে শিশুদের একা না ছাড়া;
·
স্কুল
মাদ্রাসায় শিশুদের একা না পাঠানো;
·
কোনো
অপরিচিত পুরুষ বা মহিলাকে বাড়িতে
আশ্রয় না দেওয়া;
·
বিদেশে
চাকুরীর ক্ষেত্রে আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীকে
সচেতন করা;
·
অপরিচিত
লোকের দেওয়া খাবার খেতে না দেওয়া;
·
প্রতিটি
বিয়ে কাজী অফিসে রেজিষ্ট্রি করা;
·
প্রেম
সংক্রান্ত ব্যাপারে মেয়েকে সচেতন করা;
·
কাজের
লোক রাখার আগে ভালো করে খোঁজ নেওয়া, নাম, ঠিকানা লিখে রাখা ও ছবি রাখা;
·
এলাকায়
সন্দেহজনক লোক দেখলে খোঁজ-খবর নেওয়া;
·
মানব
পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া;
·
অপরিচিত
লোকের সঠিক তথ্য জেনে মেয়ে বা ছেলে বিয়ে
দেওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন